সিলেটের বিশ্বনাথ উপজেলায় নব নিযুক্ত শিক্ষা অফিসার মাহমুদুল হকের অপসারণ ও তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব সংসদ। শুক্রবার (১৫ নভেম্বর) বাদ জুম্মা জামেয়া মাদানিয়া মাদ্রাসার সামন থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর উপর সমাবেশে মিলিত হয়।
বিশ্বনাথ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইনকিলাব সংসদের সভাপতি মো. মোছন আলীর সভাপতিত্বে এবং ইনকিলাব সংসদের অফিস সেক্রেটারি সাংবাদিক কবি এস পি সেবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন বিশ্বনাথ মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা কামরুল ইসলাম ছমির।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন বিশ্বনাথ মোহাম্মদী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. নুরুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন, ইনকিলাব সংসদের উপদেষ্টা ও আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা এম. কাওছার আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার খান, জামেয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম, মানবাধিকার কর্মী দিলোয়ার হোসেন সজিব, ইনকিলাব সংসদের সহ-সভাপতি আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক আমজদ আলী হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনকিলাব সংসদের প্রচার সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ দরছ, সহকারী শিক্ষক জাকওয়ান আহমদ, আজাদুর রহমান, নিজাম উদ্দিন, বাউল আজাদ আইবি, ইমরান আহমদ, ইয়াসিন মির্জা, সাঈদ আহমদ, আনোয়ার হোসেন, আলী হুসেন, আব্দুল আহাদ, নিজাম উদ্দিন, ডা. আব্দুল্লাহ, আরফাত মোবারক প্রমুখ।
সর্ম্পকিত খবর: তামজিদ আহমদের উপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে শিক্ষার্থীদের মা’ন’ব’ব’ন্ধ’ন
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিক্ষা অফিসার মাহমুদুল হক হিজাব এবং ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব প্রদর্শন করেছেন। তারা বলেন, তাকে দ্রুত বিশ্বনাথ থেকে অপসারণ করতে হবে। এছাড়া বিশ্বনাথে নতুন শিক্ষা কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে ঘুষ ও দুর্নীতিমুক্ত সৎ এবং ইমানদার ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, বিশ্বনাথের ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৮০৩ জন শিক্ষক ও কর্মচারী কয়েক মাস ধরে বেতন-ভাতার জন্য ভোগান্তি পোহাচ্ছেন। তাদের বেতন দ্রুত পরিশোধ করার আহ্বান জানানো হয়। এছাড়া দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে নামবেন বলে এ সময় হুঁশিয়ারি দেন তারা।