Search
Close this search box.

সিলেটসহ সারাদেশে দিন ও রাতে কমতে পারে তাপমাত্রা

সিলেটসহ সারাদেশে দিন ও রাতে কমতে পারে তাপমাত্রা
সিলেটসহ সারাদেশে দিন ও রাতে কমতে পারে তাপমাত্রা।
সিলেটসহ সারাদেশে দিন ও রাতে কমতে পারে তাপমাত্রা
সিলেটসহ সারাদেশে দিন ও রাতে কমতে পারে তাপমাত্রা।
Facebook
Twitter
WhatsApp

সিলেটসহ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে অস্থায়ীভাবে আংশিক দেখা যেতে পারে মেঘলা আকাশ। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় থাকতে পারে কুয়াশার প্রভাব।

আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে উল্লেখ করা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

সর্ম্পকিত খবর:: শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরও ৫৮ উপ-পরিদর্শককে অব্যাহতি

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের আমবাগানে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার ছিল। ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৮৯ শতাংশ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪