সিলেটের বিশ্বনাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কৃষক। ঔই কুষকের নাম মফিক মিয়া (৪৫) । তিনি খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে নিজ ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় মফিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের ধারণা অনুযায়ী, বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
সর্ম্পকিত খবর:: কারাগারে সিলেটের সাবেক সংসদ সদস্য এহিয়া
তার বড় ভাই শফিক মিয়া জানান, মফিক পেশায় কৃষক ছিলেন এবং ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। সাম্প্রতিককালে শারীরিক ও মানসিক উন্নতি হলে ৬-৭ মাস আগে তার বিয়ে দেওয়া হয়। এরপর থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। ঘটনার রাতে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। রাত ৪টার দিকে বাইরে যাওয়ার পর দীর্ঘক্ষণ না ফেরায় তার স্ত্রী সবাইকে বিষয়টি জানান। খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের ধান রাখার জায়গার উপর তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”