সিলেটের বিশ্বনাথে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি (৫ নভেম্বর) পৌর শহরের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আরব শাহর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি ও বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক আহমদ খজির, রাজনীতিবিদ শাহ আমির উদ্দিন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আলী, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, লুৎফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ নাজিম উদ্দিন, সাবেক সহ-সভাপতি এম এ আমিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন, বর্তমান কমিটির অর্থ সম্পাদক ইমাদুর রহমান এবং প্রচার সম্পাদক ইব্রাহিম মিয়া।
এ সময় পৌর ও ইউনিয়ন এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪-২৫ মৌসুমের জন্য আরব শাহকে পুনরায় সভাপতি, শাহ টিপুকে সাধারণ সম্পাদক এবং মাজহারুল ইসলাম সাব্বিরকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।
সর্স্পকিত খবর:: শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন‘র তৃতীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মিছবাহ খান, সহ-সভাপতি আমির হামজা রুকেল, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন ইমন, জুবেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া, অর্থ সম্পাদক মো. হোসাইন শাহ, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ইমন এবং ক্রীড়া সম্পাদক ফয়ছল আহমদ।