সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত তৃতীয় মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের পুরাণ বাজারস্থ বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষায় বিশ্বনাথের প্রায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, উত্তর বিশ্বনাথ আমজদ উল্ল্যাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ জামাল মিয়া এবং বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি সাদ উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আরও পড়ুন: সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত
পরীক্ষার হল সুপার ও বাহাড়া-দুভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনা কান্ত দাশ তালুকদার বলেন, “মেধা যাচাইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন। সকলের সার্বিক সহযোগিতায় তৃতীয় মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে, আর কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে এর ফলাফল।”