Search
Close this search box.

জামিন পেলেন সাবেক সংসদ সদস্য মানিক

জামিন পেলেন সাবেক সংসদ সদস্য মানিক
জামিন পেলেন সাবেক সংসদ সদস্য মানিক। সংগৃহীত।
জামিন পেলেন সাবেক সংসদ সদস্য মানিক
জামিন পেলেন সাবেক সংসদ সদস্য মানিক। সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুহিবুর রহমান মানিককে জামিন দিয়েছেন আদালত। তাঁর অসুস্থতা ও বয়স বিবেচনায় জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ৭ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাবের একটি দল পাঁচবারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে। পরদিন তাকে সুনামগঞ্জ সদর থানায় আনা হয়। তিনি ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের বাসস্টেশনে ছাত্র-জনতার ওপর দায়ের করা মামলায় তিন নম্বর আসামি ছিলেন।

আরও পড়ুন: সিলেটে চীনা নাগরিক হত্যা মামলায় একজনের কা’রা’দণ্ড

গত ৯ অক্টোবর, আদালতে হাজির করার পর সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতের বিচারক অনুপস্থিত থাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাঁর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে এবং ২০ অক্টোবর শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার মানিকের আইনজীবীরা অসুস্থতা ও বয়স বিবেচনায় তাঁর জামিন আবেদন করেন। আইনজীবী অ্যাড. নজরুল ইসলাম ও অ্যাড. আব্দুল হামিদ আদালতকে জানান, মানিক শারীরিকভাবে অসুস্থ, চোখে কম দেখেন এবং চলাফেরায় সাহায্যের প্রয়োজন হয়। এই বিবেচনায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪