Search
Close this search box.

সিলেটে চীনা নাগরিক হত্যা মামলায় একজনের কা’রা’দণ্ড

চীনা নাগরিক হত্যা মামলায়
সিলেট মহানগর দায়রা জজ । ছবি সংগৃহীত।
চীনা নাগরিক হত্যা মামলায়
সিলেট মহানগর দায়রা জজ । ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটে চীনা নাগরিক ওয়েন্টাও ওয়েই (৪৮) হত্যার ঘটনায় আরেক চীনা নাগরিককে কারাদণ্ড দিয়েছেন সিলেট মহানগর দায়রা জজ আদালত। বুধবার দুপুরে বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। রায়ে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে ওয়েন্টাও, জো চাওসহ ১২ জন চীনা নাগরিক বসবাস করতেন। তাঁরা সবাই কুমারগাঁও বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১৮ মে সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়েন্টাও ও জো চাওয়ের মধ্যে মারামারি হয়।

আরও পড়ুন: চালকবিহীন গাড়ি তৈরি করল শাবির একদল শিক্ষার্থী

ওই সময় জো চাও ওয়েন্টাওকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন, যেখানে একমাত্র আসামি করা হয় জো চাওকে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বুধবার এ রায় প্রদান করা হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ জানান, বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। মামলায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে বাদীপক্ষ সফল হয়েছে। ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। রায় ঘোষণার সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪