Search
Close this search box.

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
অভিনেত্রী শমী কায়সার । ছবি সংগৃহীত
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
অভিনেত্রী শমী কায়সার । ছবি সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়।

আরও পড়ুন: একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান আর নেই

এর আগে, গত ১৪ আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

অভিনেত্রী এবং প্রযোজক শমী কায়সার নব্বই দশকের একজন নামকরা অভিনেত্রী ছিলেন।

শমী ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার ও মাতার নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন।

শমী কায়সার এবং রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪