Search
Close this search box.

আদানি গ্রুপের ব’কে’য়া টাকা দ্রুত প’রি’শো’ধ হবে- প্রেস সচিব

আদানি গ্রুপের ব'কে'য়া টাকা দ্রুত প'রি'শো'ধ হবে- প্রেস সচিব
আদানি গ্রুপের ব'কে'য়া টাকা দ্রুত প'রি'শো'ধ হবে- প্রেস সচিব
আদানি গ্রুপের ব'কে'য়া টাকা দ্রুত প'রি'শো'ধ হবে- প্রেস সচিব
আদানি গ্রুপের ব'কে'য়া টাকা দ্রুত প'রি'শো'ধ হবে- প্রেস সচিব
Facebook
Twitter
WhatsApp

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে রেমিট্যান্স বেড়েছে। ফলে এখন সেন্ট্রাল রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক পেমেন্টগুলো করা সম্ভব হচ্ছে। ভারতের আদানি গ্রুপের বকেয়া পরিশোধের গতি বেড়েছে এবং সামনে আরও বাড়বে। সরকারের সেই সক্ষমতা রয়েছে।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, বিদ্যুৎ আমদানির জন্য আদানি গ্রুপ অর্থ পায়, এটি সত্য। তাদের পাওনা পরিশোধের ক্ষেত্রে গতি আনা হয়েছে। বকেয়ার দায় মূলত আওয়ামী লীগ সরকারের, যারা বিশাল ফাইল আকারে এ ঋণ রেখে গেছেন।

গত মাসে আদানি গ্রুপকে ৯৭ মিলিয়ন ডলার পেমেন্ট করা হয়েছে, যা আগস্ট বা আগের মাসের তুলনায় দ্বিগুণ। সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে সর্বোচ্চ পরিমাণ পেমেন্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের রিজার্ভ বাড়ছে, এবং রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক পেমেন্টগুলো করা সম্ভব হচ্ছে। বাকি ৭০০ মিলিয়ন ডলারও দ্রুত পরিশোধ করা হবে।

তিনি আরও জানান, দেশের জ্বালানি নির্ভরতা না বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে কাজ চলছে।

আওয়ামী লীগ সরকারের সময় প্রায় ১৬-১৮ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে বলে টিআইবির নির্বাহী পরিচালকের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ই অর্থ পাচারের প্রবণতা শুরু হয়েছিল। বর্তমান সরকার পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪