লিওনেল মেসির অবসর নিয়ে গুঞ্জন যেন থামছেই না। তবে মেসি বরাবরের মতোই জানিয়েছেন, উপযুক্ত সময়েই নিজেই বুটজোড়া তুলে রাখবেন।
তবে অবসরের পর তার পরিকল্পনা কী? এ বিষয়ে মেসি জানান, কোচিংয়ে তার আগ্রহ নেই। আপাতত মাঠেই নিজের সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সঙ্গে ‘দা ৪৩৩ অ্যাপ’ ও অ্যাপল টিভির জন্য দেওয়া সাক্ষাৎকারে মেসি নিজের ক্যারিয়ারের পরবর্তী ধাপ নিয়ে কথা বলেন। আপাতত মাঠে খেলা চালিয়ে যাওয়াকেই মূল লক্ষ্য হিসেবে দেখছেন সাবেক বার্সেলোনা এ ফরোয়ার্ড।
মেসি বলেন, ‘আসলে আমি জানি না অবসরের পর কী করব। কোচ হওয়ার ইচ্ছা নেই আমার। তবে সবকিছু এখনও স্পষ্ট নয়। আমি দিনের পর দিন খেলাধুলা নিয়েই ভাবতে ভালোবাসি। আপাতত খেলা, অনুশীলন এবং মাঠে মজা করার দিকেই মনোযোগ দিচ্ছি।’
এর আগে তাকে প্রশ্ন করা হয়, তিনি কবে অবসর নেবেন। এ বিষয়ে মেসির উত্তর বরাবরের মতোই রয়ে গেছে অস্পষ্ট । এমনকি ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কিনা, তাও নিশ্চিত করে বলেননি।
আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটে হাথুরুসিংহে বরখাস্ত, নতুন কোচ ফিল সিমন্স
মেসি বলেন, ‘সত্যিই জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। এ নিয়ে আমাকে অনেক প্রশ্ন করা হয়, বিশেষ করে আর্জেন্টিনায়। আপাতত আমার লক্ষ্য এ বছরটি ভালোভাবে শেষ করা। এরপর ভালো একটি প্রাক-মৌসুম পার করে নতুন বছর শুরু করা। গত বছর এটি সম্ভব হয়নি, কারণ অনেক ব্যস্ততা ছিল আমাদের।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি দেখে আমি সিদ্ধান্ত নেব, কেমন করছি এবং কেমন অনুভব করছি। আমরা কাছাকাছি আছি, তবে ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। আপাতত প্রতিটি দিন উপভোগ করাই আমার লক্ষ্য।’