সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ‘এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসা’র এডহক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (২৯ অক্টোবর) বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে ‘বামাশিবো/প্রশা/৩৩১২৪১৩০২১০১/৯৬৫৮৮/নথি নং ৬৭ (তাং ২৯.১০.২৪)’ প্রজ্ঞাপণের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নির্দেশ অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে সভাপতি করে গঠিত নতুন কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে বিলাল হোসেন, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে আলতাফুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মাদ্রাসার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার এডহক কমিটির অনুমোদনের প্রজ্ঞাপন জারির সত্যতা নিশ্চিত করেছেন এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হরমুজ আলী।