Search
Close this search box.

বিশ্বনাথে আলিয়া মাদাসায় দু’পক্ষের সংঘর্ষে আহত-২০

বিশ্বনাথে আলিয়া মাদাসায় দু’পক্ষের সংঘর্ষে আহত-২০
বিশ্বনাথে আলিয়া মাদাসায় দু’পক্ষের সংঘর্ষে আহত-২০
বিশ্বনাথে আলিয়া মাদাসায় দু’পক্ষের সংঘর্ষে আহত-২০
বিশ্বনাথে আলিয়া মাদাসায় দু’পক্ষের সংঘর্ষে আহত-২০
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নু’মান আহমদের অপসারণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্র ও অভিভাবকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, দু’দফা ছুটি কাটিয়ে বৃহস্পতিবার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ দায়িত্ব গ্রহণ করতে গেলে, তাঁকে অপসারণের দাবিতে ছাত্র- জনতার একটি পক্ষের সঙ্গে প্রিন্সিপালপন্থী লোকজনের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রিন্সিপাল নু’মান আহমদের সমর্থক ফাজিল প্রথম বর্ষের ছাত্র ইসলাম উদ্দিন জানান, প্রিন্সিপাল হুজুর ছুটি কাটিয়ে নিজ পদের দায়িত্ব গ্রহণ করতে গেলে বহিরাগতরা মাদ্রাসায় প্রবেশ করে হামলা করে। হামলায় তাদের পক্ষের ১০/১৫ জন ছাত্র আহত হয়েছেন। আহতদের মধ্যে আছেন আব্দুল সামাদ, গিয়াস উদ্দিন, আউয়াল হোসেন পারভেজ, মিনহাজ উদ্দিন, আবিদ উদ্দিন, শাহজাহানসহ আরও ১০/১৫ জন।

ছাত্র-জনতার পক্ষের পৌর শহরের শরিষপুর গ্রামের শরিষপুর গ্রামের আব্দুল হান্নান জানান, তদন্ত শেষ হওয়ার পূর্বে যাতে অধ্যক্ষ দায়িত্ব গ্রহণ না করতে পারেন, আমরা সেই প্রতিবাদ জানালে তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। হামলায় তাদের পক্ষের প্রায় ৭/৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আছেন সুরত মিয়া, ছালিক মিয়া, জলাল মিয়া, সাইদুল ইসলাম। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের সময় অনেকের হাতে রামদা ও দেশীয় অস্ত্র দেখা গেছে।

প্রিন্সিপাল মাওলানা নু’মান আহমদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা নাজিম উদ্দিন বলেন, মাওলানা নু’মান আহমদ জোরপূর্বক মাদ্রাসায় ঢুকে দায়িত্ব নিতে চাইলে সংঘর্ষ ঘটে।  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাৎক্ষণিকভাবে বৈঠক করেছেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষ মাওলানা নোমান আহমদের ছুটির বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে যাব।



বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, “দু’দফা ছুটি শেষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ আজ মাদ্রাসায় যোগদান করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

আরও পড়ুন: বিশ্বনাথের অলংকারির ৯নং ওয়ার্ড জামায়াতের সিরাতুন্নবী সা. মা হ ফি ল স’ম্প’ন্ন

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক সুনন্দা রায় বলেন, “ঘটনার সাথে সাথেই উভয় পক্ষকে নিয়ে আলোচনা করা হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মাদ্রাসায় ক্লাস চলবে, তবে এ সময় মাদ্রাসায় কোনো বহিরাগত প্রবেশ করে মাদ্রাসার পরিবেশ নষ্ট করতে পারবে না। আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ ছুটিতে থাকবেন এবং মাওলানা নাজিম উদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ