বিশ্বনাথ পৌরশহরের হাবড়াবাজারে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পৌর স্বেচ্ছাসেবক দলের ৫ ও ৬নং ওয়ার্ডের আয়োজনে এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।
প্রধান অতিথির বক্তব্যে গৌছ আলী বলেন, “বিএনপি একটি সুশৃঙ্খল দল, যেখানে মেধাবী ও দেশপ্রেমিক নেতাদের স্থান রয়েছে। দখলবাজ, চাঁদাবাজ, কিংবা জুলুমবাজদের এ দলে কোনো স্থান নেই, বিগত দিনেও ছিল না এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে না।”
তিনি আরও বলেন, “আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। আমাদের নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলী একজন আদর্শবান রাজনীতিবিদ। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার নেতাকর্মী বিএনপির রাজনীতি করছেন। শেখ হাসিনার গুম নামক কারাগারে আমাদের নেতা এম. ইলিয়াস আলী বন্দী রয়েছেন। তাঁকে দ্রুত ফিরিয়ে দিতে আমরা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম এ গনি সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আরশ আলীর সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মেম্বার, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, এবং বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হক, সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, পৌর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক রমজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা তাজ উদ্দিন আহমদ কিনু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তছলিম উদ্দিন, বিলাল আহমদ, সুজন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল খয়ের, পৌরসভার ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল আহমদ, সদস্য সচিব আব্দুস সালাম, ৫নং ওয়ার্ডের আহবায়ক রুপা মিয়া, সদস্য সচিব সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জাকির হোসেন।
আরও পড়ুন: ভারতীয় বিড়িরসহ বিশ্বনাথে সিএনজি চালক আটক
উপস্থিত ছিলেন, বিএনপি নেতা লুৎফুর রহমান মেম্বার, আব্দুর রুপ, কামাল আহমদ, যুবদল নেতা ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা সালেহ আহমদ, সাকিব শেখ, কয়েস আহমদ, জাবেদ আহমদ, ইরশাদ আলী, জুবায়ের আহমদ, তোফায়েল আহমদ, ছাত্রদল নেতা ফয়ছল আহমদ, মাহমুদুল হাসান, শাওন আহমদ, সাকিল আহমদ, মাহবুব আলম, সাদিকুর রহমান, খায়রুল আলম, এমরান আহমদ প্রমুখ।