বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর জামায়াত’-এর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মাঠে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট জেলা দক্ষিণের সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম এবং সৌদি আরব ও মিসর জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শায়েখ মাওলানা আজাদ সোবহান।
আরও পড়ুন: বিশ্বনাথে সাংবাদিকদের সাথে উপজেলা-পৌর জামায়াতের চা-চক্র
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট সুরকার ও সঙ্গীত সম্রাট মু. মশিউর রহমান এবং দিশারী শিল্পী গোষ্ঠী।
সীরাতুন্নবী (সা.) মাহফিলটি সফল করার জন্য বিশ্বনাথের সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী ও পৌর জামায়াতের আমীর মাস্টার ঈমাদ উদ্দিন।