Search
Close this search box.

যেসব পুলিশ কাজে ফিরেননি তারা অপরাধী: স্বরাষ্ট্র উপদেষ্টা

যেসব পুলিশ কাজে ফিরেননি তারা অপরাধী
সাবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা । সংর্গহীত
Facebook
Twitter
WhatsApp

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগদান করেননি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনো যারা কাজ শুরু করেনি তাদের পুলিশ বলা যাবে না, বরং তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে। এছাড়া, আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি আমরা এবং খুব শিগগিরই সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তত ১৮৭ জন পুলিশ সদস্য বিভিন্ন পদে কর্মস্থলে যোগদান করেননি বলে গত ১৭ সেপ্টেম্বর সদর দপ্তর থেকে জানানো হয়েছিল।

আরও পড়ুন: গ্রেপ্তারের পর ৫ দিনের রি’মা’ন্ডে সুল’তান মনসুর

এদিকে, কাজ না করা এই পুলিশ সদস্যদের মধ্যে অনেকেই পলাতক বা আত্মগোপনে রয়েছেন বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি শীর্ষ স্তরের অন্তত ২৩ জন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। ক্ষমতার পরিবর্তনের সময় তারা আত্মগোপনে ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত