Search
Close this search box.

বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ৯ লাখ টাকার বিতরণ

প্রবাসী এডুকেশন ট্রাস্টের ৯ লাখ টাকার বিতরণ
প্রবাসী এডুকেশন ট্রাস্টের ৯ লাখ টাকার বিতরণ
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০টি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে ৪০ লাখ টাকা বিতরণের এক মহতি উদ্যোগ গ্রহণ করেছে ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট (বিপিইটি) ইউকে।

শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার দৌলতপুর ও দশঘর ইউনিয়নে দুটি পৃথক অনুষ্ঠানে মোট ৯০টি পরিবারের মধ্যে প্রথম দফায় নগদ ৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট কমিউনিটি নেতা ও লন্ডন সিটির ক্যাটারিং ব্যবসায়ী গোলজার খান। তিনি বলেন, গত ৩ দশক ধরে ট্রাস্টের পক্ষ থেকে বিশ্বনাথের শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। সবার সহযোগিতা পেলে এলাকার তরুণ-তরুণীদের বিভিন্ন কর্মমুখী শিক্ষা প্রদানে ট্রাস্টের পক্ষ থেকে কাজ করার ইচ্ছা রয়েছে।” তিনি আরো যোগ করেন, “অতীতের মতো দেশের সকল দুর্যোগ-দূর্বিপাকে প্রবাসীরা পাশে থাকবে।

শনিবার সকালে দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ৪০টি পরিবারের মধ্যে নগদ ১০ হাজার টাকা করে ৪ লাখ টাকা বিতরণ করা হয়।

ইউপি সদস্য সফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট (বিপিইটি) ইউকের ট্রাস্টি সাইদুর রহমান, আব্দুল হামিদ টিপু, মোমিন খান মুন্না, যুক্তরাজ্য প্রবাসী শানুর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাধারণ সম্পাদক নবীন সুহেল, দশপাইকা মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার লুৎফুর রহমান, সমাজকর্মী ইসমাঈল খান, কয়েছ শিকদার, আলী বাহার, ইসলাম খান, ইউপি সদস্য লুৎফুর রহমান, গোলাম হোসেন, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, নূর উদ্দিন, আরশ আলী, আজাদুর রহমান, ইব্রাহিম আলী, মিনারা বেগম, শামীমা বেগম, শরিফা বেগম, সংগঠক আবু তাহের মিছবা, রমজান আলী।

এদিকে বিকেলে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে দশঘর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ জনের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

দশঘর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে ও সংগঠক নকুল বৈদ্য’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট (বিপিইটি) ইউকে সাধারণ সম্পাদক গোলজার খান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠক আমজাদ হোসেন।

আরও পড়ুন :: জনগণের টাকা লুট করে পালিয়েছে হাসিনা ও তার সহযোগীরা: বিশ্বনাথে

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, যুক্তরাজ্য প্রবাসী আজিম উদ্দিন আজির, দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম, ইউপি সদস্য জুবেল আহমদ, কালিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে, সমাজকর্মী নুর উদ্দিন আহমদ, আব্দুর রশীদ, তখদ্দুছ আলী, লোকমান হোসেন, জিলু মিয়া, হেলাল আহমদ, তাজুল ইসলাম, মতিউর রহমান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মডেল মসজিদের ইমাম মাওলানা খাইরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত