অ্যাডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা এবং সংখ্যালঘু নেতাদের বিরুদ্ধে গায়েবী মামলাগুলো প্রত্যাহারের দাবিতে সিলেটের বিশ্বনাথে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিও উত্থাপিত হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌর শহরের পুরাণ বাজারের শ্রীশ্রী শনি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর ওপর প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু’র সভাপতিত্বে ও উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অজয় কুমার দেব’র পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য জ্যোতির্ময় দে মতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, অর্থ সম্পাদক কানু রঞ্জন দেব, পূজা সম্পাদক বিজয় দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের খাজাঞ্চী ইউনিয়ন শাখার সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু, দশঘর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নন্দ লাল বৈদ্য, অলংকারী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রানা সরকার, দেওকলস ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সুবির দেব, বিশ্বনাথ ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক অজিত দেব, পূজা উদযাপন পরিষদের খাজাঞ্চী ইউনিয়ন শাখার সভাপতি বিদ্যাভূষন চক্রবর্তী, বিশ্বনাথ ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক সুমন দেব, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল দেব, সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব, উপজেলা যুব ঐক্য পরিষদের সহ সভাপতি বিজয় চন্দ্র দে, সাংগঠনিক শাওন দাস, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সহ সভাপতি প্রবীর দে, সংগঠক সুব্রত চন্দ্র দে, বারিন্দ্র বৈদ্য, নগেশ সরকার, জুয়েল মালাকার, পবিত্র রঞ্জন দাস, বাবু লাল বৈদ্য, অজিত চন্দ, অনিক বর্ধন, সুমন কর, ধিরেন্দ্র সরকার লেচু, শশাংক পাল, রাকু মালাকার, পংকজ দেব, দিপন দে, ধ্রুব জ্যোতি দে উজ্জল, রঞ্জিত মালাকার, প্রদীপ মালাকার, ভৈরব দাস, মদন মালাকার, অকিল চন্দ প্রমুখ।