বিশ্বনাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও মাগফিরাত কামনায় আমজাদ উল্লাহ ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমজাদ উল্লাহ ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল মুনিম পারভেজের সভাপতিত্বে দোয় মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।
অফিস সহকারি আশিক আলীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন জামায়াতের আমি হাজী আব্দুন নূর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেকিম উদ্দিন, রামপাশা ইউনিয়ন বিএনপি সভাপতি আনিছুর্জ্জামান খান, উপজেলা জামায়াত নেতা হাফেজ আব্দুল কায়ুম, উপজেলা বিএনপি নেতা কাওছার আহমদ তুলাই, ইসলামি ছাত্রশিবিরের পশ্চিম শাখার সভাপতি আবু সাঈদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এমসি কলেজ ছাত্রদল নেতা আব্দুল কাদের। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী কামরান আহমদ এবং দোয়া পরিচালনা করেন কোনাপাড়া জামে মসজিদের খতিব শাহ আলম আমিনি।
আরও পড়ুন :: শিক্ষার্থীদের ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করল বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমজাদ উল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ আব্দুর রশিদ, ইলিয়াছুর রহমান, প্রভাষক আফিয়া বেগম, খায়ের আহমদ, সালমা আক্তার, সুভদ্রা রানী তালুকদার, মাহমুদা বেগম, মোহাম্মদ মোস্তফা কামাল, ফাহিমা বেগম এবং সাম্মি প্রমুখ।