সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে অলংকারী ইউনিয়নের যুব বিভাগের অন্যতম সদস্য সাদিকুর রহমানের বাড়িতে এ মাহফিলের আয়োজন করা হয়।
যুব বিভাগের সভাপতি গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সিলেট জেলার (দক্ষিণ) অফিস সেক্রেটারী মুহাম্মদ আবদুল কাইয়ুম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে ক্বোরআন মাওলানা সাদিক সিকান্দার।
যুব বিভাগ বিশ্বনাথ উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক জয়নাল আহমেদ জুয়েল ও সদস্য আবু সালেহ রবিনের পরিচাললায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের বিশ্বনাথ উপজেলা আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আবদুল মুকসিত আখতার।
আরও পড়ুন :: বিশ্বনাথে জামায়াতে ইসলামীর আয়োজনে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের বিশ্বনাথ পৌর সভাপতি রিয়াজ উদ্দিন, দক্ষিণ সুরমা (উত্তর) ছাত্রশিবির সভাপতি মঈনুল ইসলাম। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন অলংকারী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আবদুল জলিল।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাস্টার ওয়াইছ মিয়া, অলংকারী ইউনিয়ন যুব ইউনিট সদস্য আবদুল জলিল, কাউছার, তারেক আহমদ, নূর ইসলাম, রুহান, নুর আলম ও হোসাইন আহমদ প্রমুখ