বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ এশা মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি উবায়দুর রহমান শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সিলেট দক্ষিণ জেলার মজলিসে শুরার সদস্য এবং বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
আরও পড়ুন :: বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন’র মৃত্যুতে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, মিসবাহুল হুদা, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাকী এবং জামায়াতের সেক্রেটারি জুয়েল আহমেদ।
আলোচনা সভার শুরুতেই মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আলকোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি গোলাম কিবরিয়া । শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র নেতা হাবিবুল্লাহ বাদল ।
অনুষ্ঠানে মনো মুগ্ধ কর নাতে রাসুল (সাঃ) পেশ করেন মিবাহুল হুদা মাদ্রাসার শিক্ষার্থীগণ।