বিশ্বনাথ নিউজ২৪:: সিলেটের বিশ্বনাথ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুনন্দা রায়।
সোমবার (১১ সেপ্টেম্বর) তিনি সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামে জন্মগ্রহণকারী সুনন্দা রায় এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার এবং সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সিলেট সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
আর পড়ুন :: বিশ্বনাথে লিয়া ট্রাস্টের উদ্যোগে খাদ্য সা’মগ্রী বি’ত’র’ণ
দায়িত্ব গ্রহণের পর সুনন্দা রায় সাংবাদিকদের বলেন, “আমি উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। উপজেলাবাসীর নিরাপত্তা ও উন্নয়নের জন্য নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই। সকলের সহযোগিতা পেলে উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে পারবো।”