বিশ্বনাথনিউজ২৪ ডেস্ক:: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানিয়েছে, সাবেক বিচারপতি মানিক কানাইঘাটের ডনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে বিজিবি তাকে আটক করে।
আরও পড়ুন :: আনোয়ারুজ্জামানকে প্রধান আসামি করে হ’কা’র নেতার মা’ম’লা
এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে অবসরগ্রহণ করেন। অবসর পরবর্তী সময়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন এবং টেলিভিশন টক শোতে বক্তব্য রাখতেন।
একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে হাসিনা সরকারের পতনের পূর্বে কোটাবিরোধী আন্দোলন নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি সঞ্চালকের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। অনুষ্ঠানের মাঝে এবং পরে সঞ্চালকের প্রতি প্রকাশ্যভাবে ক্ষোভ প্রদর্শন করেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যদিও পরে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন।