বিশ্বনাথনিউজ২৪:: সারেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও শিল্পপতি এবং বেক্সিমকো গ্রুপের এমডি সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. মাইনুল হাসান এই তথ্য নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:: গণহত্যার তদন্তের জন্য জাতিসংঘকে বিএনপির চিঠি
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর শেখ হাসিনা দেশত্যাগ করেন। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। এর আগে আওয়ামী লীগের অনেক নেতা এবং সরকারের বেশ কিছু এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান, আর অনেকে গা-ঢাকা দেন।
শেখ হাসিনার দেশত্যাগের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও পালানোর চেষ্টা করেন। তবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়।