বিশ্বনাথনিউজ২৪:: বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপি জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ।
মঙ্গলবার ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে এই চিঠি হস্তান্তর করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের আমীর খসরু এ তথ্য জানান।
আমীর খসরু বলেন, “আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, একটি অবৈধ সরকারের অধীনে সংঘটিত গণহত্যার নিরপেক্ষ, স্বচ্ছ, এবং আন্তর্জাতিক মানের তদন্তের জন্য। সত্য উদঘাটনের আহ্বান জানানো হয়েছে।”
আরও পড়ুর::: নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বি এন পি
তিনি আরও বলেন, “দেশ-বিদেশের ষড়যন্ত্র এবং সরকারের পৃষ্ঠপোষকতায় ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতির সামনে তুলে ধরতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধের সাহস না দেখায়।”
এছাড়াও, জাতিকে কলঙ্কমুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গেও এই বিষয়ে কথা বলার অনুরোধ জানান তিনি।
বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।
সুত্র : বিডি প্রতিদিন