বিশ্বনাথনিউজ২৪: সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাওলানা মুহাম্মাদ আমীর উদ্দিন’র নেতৃত্বে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখা’র একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখা’র প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করে বলেছেন, দেশের ক্রাইসিস সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরপেক্ষ ও জনগণের বন্ধু হয়ে পুলিশকে কাজ করতে সকল ধরনের সহযোগীতা করবে। এছাড়া বিশ্বনাথের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন নেতৃবৃন্দে।
আরও পড়ুন :: বিশ্বনাথ থানার ওসির সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখা’র উপদেষ্টা মাওলানা ফয়জুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখা সভাপতি ছাত্রনেতা আরিফুল ইসলাম শামীম, ইসলামী আন্দোলন বিশ্বনাথ উপজেলা সহ-সভাপতি আব্দুত তাহিদ মিয়া, সহ-সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম, সেক্রেটারি মাশুকুর রহমান শিকদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলদেশ বিশ্বনাথ থানা সভাপতি মো: শাহেদ মিয়া, সহ-সভাপতি মো: খালেদ আহমদ, সাধারণ-সম্পাদক সালেহ আহমদ প্রমূখ।