Search
Close this search box.

বিশ্বনাথে সুহেল চৌধুরীর স ম র্থ নে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
মতবিনিময় সভা অনুষ্ঠিত
মতবিনিময় সভা অনুষ্ঠিত
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক ::: সিলেটের বিশ্বনাথে ‘৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি যু ক্ত রা জ্য প্রবাসী সুহেল আহমদ চৌধুরী’র স ম র্থ নে লামাকাজীতে নির্বাচনী মতবিনিময় ও ঈদ পূনর্মিলনী সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার লা-মা-কা-জী ইউনিয়নের স্থানীয় আল নূর কমিউনিটি সে ন্টা রে ইউনিয়নবাসীর আয়োজনে ওই নি-র্বা-চ-নী মতবিনিময় ও ঈদ পূনর্মিলনী সভাটি অনুষ্ঠিত হয়।

লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া’র সভাপতিত্বে ও বিশিষ্ট রাজনীতিবীদ আজাদুর রহমান আজাদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুহেল আহমদ চৌধুরী ও প্রধান বক্তার বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা সভাপতি (মানস) সিলেট জেলা শাখার কবি মুহিবুর রহমান কিরন।

বক্তব্য রাখেন, আবুল খয়ের জালালাবাদী, জয়নাল আবেদিন, মাহতাব উদ্দিন, সাবেক মেম্বার এখলাছ আলী, আকিকুর রহমান ছুরুক মেম্বার, সাবেক মেম্বার কাঁচা মিয়া, মাওলানা এটিএম নূর উদ্দিন, আব্দুল ওয়াহিদ মাহবুব, রহিম উদ্দিন, সিদ্দিকুর রহমান মজনু মেম্বার, রফিক আহমদ রফিক মেম্বার, রাহেল আজাদ।

এসময় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, মুরব্বি ছালামত আলী, ব্যবসায়ী মো. আলকাছ আলী, বাবুল মিয়া, মুরব্বি মনির উদ্দিন, রফিক উদ্দিন, আব্দুস শহিদ, আক্তার হোসেন, আব্দুল মতিন, তাজ মিয়া, সমুজ মিয়া, মুক্তার আলী, ছমির আলী, আব্দুল লতিফ, আব্দুল গফ্ফার , নিজাম উদ্দিন, এখলাছ আলী, খুশিদ আলী, আরিছ আলী, আনর মিয়া, জামাল আহমদ শিশু, রুকন উদ্দিন কিনু, আব্দুল গফ্ফার তালুকদার, সেবুল সরকার, ফয়ছল আহমদ, মুনসুর আহমদ, আব্দুল মালিক, নূর আলী, এখলাছ আলী, আবরন মিয়াসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪