Search
Close this search box.

আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

Ayas-ali-Advertise
পুরস্কার বিতরণ
পুরস্কার বিতরণ
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত ২য় মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।

সভায় বক্তারা বলেন, প্রবাসী আলহাজ্ব মোক্তার আলী শিক্ষাসহ এলাকার উন্নয়নে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। করোনা পরবর্তী সময়ে ওই ফাউন্ডেশনের শুরু করা বৃত্তি পরীক্ষা শুরু করার মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করে তুলেছে। প্রথম বছর শুধু মাত্র ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার উপজেলা পর্যায়ে বৃত্তি পরীক্ষার কার্যক্রম ছড়িয়ে দেওয়াই প্রমাণ করে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের লক্ষ্য কতটা বড়। আর ওই ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো গতিশীল করতে সবাইকে সার্বিকভাবে সহযোগী করতে এগিয়ে আসতে হবে।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর সভাপতিত্বে ও ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাটিবাংলার বাউল রমেশ ঠাকুর, শাহজালাল মর্ডাণ কিন্ডার গার্ডেন একাডেমির প্রিন্সিপাল এইচ এম আরশ আলী, সিঙ্গেরকাছ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, সিংরাওলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারজানা বেগম, দশপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদুর রহমান এমদাদ, আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ১ম মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার দ্বিতীয় স্থানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জারিন তাসনিম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ১ম মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার প্রথম স্থানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আয়মান হোসেন তাসিম এবং স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরণ। সভা শেষে ফাউন্ডেশনের ২য় মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪