বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে জুয়ার আসর থেকে ৪ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হাবড়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- বিশ্বনাথ পৌর এলাকার ছত্তিশ গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে আব্দুল মতিন (৩৭), একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ছালেহ আহমদ (৪৫), মৃত খুরশিদ আলীর ছেলে লিয়াকত আলী (৫৫) ও দৌলতপুর গ্রামের ছোরাব আলীর ছেলে আফরুজ ময়া (৪২)।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার এসআই জাকির হোসেন ও এএসআই রেদোয়ান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়া খেলার তাস ও জুয়ায় ব্যবহৃত ২৬১৫ টাকাসহ ওই চারজনকে আটক করে। রবিবার তাদের বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ৮।
আটক ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, আজ রবিবার দুপুরে আটককৃত ৪ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।