Search
Close this search box.

দূর্নীতি না হলে উন্নয়ন কাজ হবে টেকসই – বিশ্বনাথে এমপি মোকাব্বির

Ayas-ali-Advertise
দূর্নীতি না হলে উন্নয়ন কাজ হবে টেকসই
দূর্নীতি না হলে উন্নয়ন কাজ হবে টেকসই
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ নিউজ২৪:: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, সরকারের গ্রহন করা উন্নয়ন প্রকল্পগুলোতে দূর্নীতি না হলে উন্নয়ন কাজ হবে টেকসই। আর টেকসই উন্নয়ন মানুষের দূর্ভোগ কমিয়ে আনে। তাই আমাদের সবাইকে উন্নয়ন কাজ বাস্তবায়নের সময় খেয়াল রাখতে হবে কাজে কোন দূর্নীতি হচ্ছে, কিনা? তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই নিজের দায়িত্ব পালনকালে সর্বদা জনগণের পক্ষেই কথা বলব। মানুষের প্রাপ্য অধিকার আদায় করাই একজন সেবকের প্রধান কাজ।

তিনি রোববার (৯ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার ‘আতাপুর, বড়ধিরারাই, সদুরগাঁও এলাকাবাসী’র উদ্যোগে জামেয়া মিফতাউল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুক্তাবিস উন নূরের সভাপতিত্বে ও মাওলানা মারজান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রাব্বানী সুমন, দয়ামির ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন নুনু, বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র-৩ মোহাম্মদ সুমন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম।

বক্তব্য রাখেন জামেয়া মিফতাউল উলুম মাদ্রাসা নির্বাহী মুক্তামিম হাফিজ মাওলানা জুনেদ আহমদ, শিক্ষা সচিব মুফতি জয়নুল আবেদীন, সংগঠক মাওলানা মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, লুৎফুর রহমান, মুজিবুর রহমান। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪