নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) ২৮ শে রামাদ্বান বিশ্বনাথ পৌর শহরে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবার বলেছেন, ইফতার মাহফিল না করে ইফতার বিতরণী অনুষ্ঠান করার জন্য সেই দিকেই লক্ষ্য রেখেই সবাই ইফতার বিতরণ করতেছেন। এজন্য আমি বিশ্বনাথ এইড ইউকে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ও রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ২৮ শে রামাদ্বান এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জুর অর্থায়নে শতাধিক রোজাদারের মধ্যে এই ইফতার বিতরণ করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ সিরাজুল হক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শ্রম বিষয়ক সম্পাদক শামীম আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, আফজাল মিয়া, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুহেব, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, রক্ত বিষয়ক সম্পাদক সাগর আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিফাত আল রাফি ও সদস্য হেলাল আহমদ প্রমুখ।