বিনোদন খবর:: নিপুণ আক্তার চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকলেও চলচ্চিত্র নির্মাতাদের স্বার্থ রক্ষায় কঠোর পরিশ্রম করছেন। এবার নতুন দায়িত্ব নিয়েছেন এই অভিনেত্রী।
তিনি কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (সিবিসিসিআই) শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেবেন।
৬ থেকে ৮ অক্টোবর কানাডার টরন্টোতে “২০২৩ কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উৎসবের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ।
নিপুণ জানান, ‘বাংলাদেশ বাজারে কানাডার বিনিয়োগকারী ও কানাডায় বাংলাদেশী ব্যবসায়ীদের সুস্থ বিকাশে কাজ করব।’ ২টি দেশের ব্যবসার ইতিবাচক দিক তুলে ধরব। আমি আশা করি এই যাত্রা আমাকে সাফল্যের নতুন অভিজ্ঞতা দেবে।
সম্প্রতি নিপুন ‘ভাষার জন্য মমতাজ’ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমন্ত্রিত হয়েছেন।