Search
Close this search box.

বিশ্বনাথে ভিডিও কনফারেন্সে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করলেন মন্ত্রী

কমিউনিটি ক্লিনিক
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ : ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটের বিশ্বনাথ উপজেলার পুনঃনির্মিত ‘আবক্রপুর-পূর্ব শ্বাসরাম কমিউনিটি ক্লিনিকের’ উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী জাহিদ মালেক এমপি। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী তিনি বলেন, দেশের অবহেলিত-বঞ্চিত মানুষসহ দেশবাসীকে তাদের প্রাপ্য স্বাস্থ্য সেবা জনগণের দুরগোড়ায় পৌঁছা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই কমিউনিটি ক্লিনিকের কল্যানে অজপাড়া গাঁয়ের মানুষেরা এখন সহজেই স্বাস্থ্য সেবা পাচ্ছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জনবান্ধব সরকারের আমলে দেশের স্বাস্থ্যখ্যাতের ব্যাপক উন্নতি হয়েছে।

বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল জলিল হিরণের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, যুক্তরাষ্ট্র প্রবাসী সমিতির সাবেক সভাপতি মনির আহমদ। অনুষ্ঠানের শুরুতে যস্বাগত বক্তব্য রাখেন শামীম আহমদ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পূর্ব শ্বাসরাম জামে মসজিদের ইমাম হাফিজ সালমান আহমদ ও গীতা পাঠ করেন সুদিপ রঞ্জন দত্ত।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আছাব উদ্দিন আছকির, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, আবক্রপুর-পূর্ব শ্বাসরাম কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বাপ্পা দাশ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত