বালাগঞ্জ (সিলেট) সংবাদদাতা : ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়’ শ্লোগানকে সামনে রেখে সিলেটের বালাগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, হুইলচেয়ার, অনুদান এবং সুবর্ণকার্ড বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (০২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জুয়েল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন প্রমুখ।