নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা পরিষদের ৬নং সাধারণ ওয়ার্ডের (বিশ্বনাথ উপজেলা) সদস্য পদে উপ নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশ্বনাথের ৪ প্রার্থী।
মনোনয়পত্র জমাদানকারীরা হলেন, সিলেট জেলা পরিষদের ৬নং (বিশ্বনাথ) ওয়ার্ডের সাবেক সদস্য ও জাতীয় পার্টি নেতা সহল আল রাজী চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, যুবলীগ নেতা আকতার হোসেন।
তফসিল অনুযায়ী, সিলেট জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের উপ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ৫ জুলাই, বাছাইয়ে রিটার্ণিং কর্মকর্তার সিদ্ধান্তের আপিল দায়ের ৬-৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই ।
২৭ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের জেলা পরিষদের সদস্য নির্বাচিত করবেন ঔ ওয়ার্ডের ভোটার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভায় মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর এবং ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা ।