Search
Close this search box.

রুগনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিস্থাপন

নতুন ভবনের ভিত্তিস্থাপন
Facebook
Twitter
WhatsApp

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে : সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতে যুগান্তকারী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষিত জাতি গঠনের জন্য নতুন নুতন স্কুল, কলেজ প্রতিষ্ঠাতার পাশাপাশি প্রতিষ্ঠানসমুহের অবকাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি রোববার (১৮ ডিসেম্বর) বিকালে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রুগনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থানান্তরিত ক্যাম্পাসে প্রায় ১কোটি ৬০লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য নতুন ভবনের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন।

বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. দিলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দাল মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ বদরুল, বালাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রকীব ভূঁইয়া, বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী মোস্তাকিম শরীফ সাঈদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক নজমুল ইসলাম, রুগনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছুরাব আলী, রফিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী মো. দিলু মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী এম.এ মালেক, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জুনাইদ আহমদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সদস্য শিরমান উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এমরুল হক, সদস্য জাকির হোসেন।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজী সাইস্তা মিয়া, আজিজুল হোসাইন, আব্দুল শাহাদত রুকন, কামাল হোসেন মানিক, আব্দুন নূর সুনর, কৃষক লীগ নেতা মোতাহির আলী, নাজিম উদ্দিন গেদন, ইলিয়াস আলী, আব্দুর রহমান, চান্দ আলী, আফরুজ মিয়া, মাওলানা আতাউল গণী, আব্দুস সালাম, সুলেমান আলী, সিরাজুল ইসলাম, মকবুল আলী, প্রবীণ মুরুব্বি আছকির আহমদ, হারুন রশিদ, শোয়াইব আলী, আজম আলী, মারুফ আহমদ, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন, যুগ্ম আহবায়ক হানিফ আহমদ, শাওন আহমদ, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা সুলতান রাজু, সৃজিল রুদ্র, সাঈদ আহমদ, শিপন আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মাজিদুর রহমান ইমন, জেবলু আহমদ, লায়েক আলী, নজির আহমদ, আবু সাঈদ কামিল, মিজানুর রহমান, মামুন আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয়।

প্রসঙ্গত, ৮১শতক ভূমিতে রুগনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থানান্তরিত ক্যাম্পাস স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত