Search
Close this search box.

ক্লাব বিশ্বকাপের ঘোষণা দিলেন ফিফা সভাপতি

ক্লাব বিশ্বকাপের ঘোষণা
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বকাপ ফুটবলের মতো আরেকটি বিশ্বকাপের ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফাস্তিনো। বিশ্বকাপ ফুটবল সারা বিশ্বের আকর্ষণ। তবে প্রতি বছর ফুটবলপ্রেমীরা মজে থাকেন ক্লাব ফুটবলে। এবার সেই ক্লাব ফুটবলে একটি বিশ্বকাপ আয়োজন করবে ফিফা। আর ২০২৫ সালে হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম আসর।

শুক্রবার সংবাদ সম্মেলনে ক্লাব বিশ্বকাপ আসরের খানিকটা ধারণা দিয়ে ফিফা সভাপতি বলেন, ‘আজকের কাউন্সিল সভায় ক্লাব বিশ্বকাপের বিষয়টি চূড়ান্ত হয়েছে। ৩২ দল নিয়ে চার বছর পর পর এই প্রতিযোগিতা হবে। বিশ্বকাপের আদলেই হবে।’

ফিফা প্রদান বলেন, ‘কয়েক বছর আগে ২৪টি ক্লাব নিয়ে পুরুষদের ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আমরা একমত হয়েছিলাম। ২০২১ সালে এটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সেটি স্থগিত হয়ে যায়। ২০২৫ সাল থেকে ৩২টি দল নিয়ে আয়োজন করা হবে নতুন চেহারার ক্লাব বিশ্বকাপ। যেটিকে সত্যিকারের বিশ্বকাপের আমেজ দেয়া হবে।’

সূত্র : বাসস

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত