বিশ্বনাথনিউজ২৪ :: মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্বনাথ এইট অডিজম ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাসুক আলী চৌধুরীর সভাপতিত্বে ও বিশ্বনাথ এইট ইউকের সাধারণ সম্পাদক এস আই খানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামপাশা সমিতি ইউকের সহসভাপতি বশির উদ্দিন, সমাজসেবক হাফিজ আরব খান, আজমল খান, সংগঠক হাসান মাহমুদ রিপন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্কুলের শিক্ষার্থী শাহরুক খান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুরুন নাহার ইয়াছমিন, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক জাহেদা বেগম, অর্থ সম্পাদক হালিমা বেগম, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান, অডিজম ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক নুরুল ইসলাম নাহিদ, কামরান আহমদ, আমিনা বেগম, শিল্পী বেগম, সাহানা বেগম প্রমুখ।