নানা কর্মসূচীর মধ্যদিয়ে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেট ও শাহ তোফাজ্জুল ভান্ডারী সংগীত একাডেমী। সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার রাতে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয় গাউছিয়া দরবার শরীফ প্রাঙ্গনে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্টাতা চেয়ারম্যান ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক ফকির ছয়ফুল আলম জালালীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরশ আলী গনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন পরিষদ সদস্য আজাদ মিয়া, লামাকাজী ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া লালু, সমাজসেবক মাষ্টার এম কে হেকিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ফখরুল আহমদ, লন্ডন প্রবাসী গীতিকার ইসলাম শাহ, ব্যবসায়ী শাহ আলম সাঈদ, গীতিকার জাহাঙ্গির জুনেদ, বাউল শিল্পী তোতা মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান জলাল মিয়া, প্রবাসী আনোয়ার মিয়া, ফকির মন্নান শাহ।
অনুষ্টানে উপস্থিত ছিলেন শাহ তোফাজ্জুল ভান্ডারী সংগীত একাডেমীর উপদেষ্টা গীতিকার আহমেদ আলা উদ্দিন, মো. আবুল মিয়া, গীতিকার এম এ হামিদ, মো. দিলওয়ার মিয়া, আরশ আলী, শাহ তোফাজ্জুল ভান্ডারী সংগীত একাডেমীর নব নির্বাচিত সভাপতি বিশাল চৌধুরী, সহসভাপতি কমর উদ্দিন, গীতিকার এম ডি মালেক, একাডেমীর সদস্য মো. আব্দুল্লাহ, রুবেল আহমদ, আবুল কালাম, গয়াস মিয়া, হৃদয় আহমদ, রুহেল আহমদ, সুমন আহমদ, সমুজ আলী, জমসর আলী, শাহাব উদ্দিন, আব্দুল করিম, লিমন আহমদ, শুনুর আলী, ইকবাল আহমদ, সবুজ আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী জুয়েল আহমদ, তোতা মিয়া, ভাসানী বারিক, কন্ঠ শিল্পী জালালী শামীমা, পায়রা চৌধুরী, জালালী রুনা, জালালী সুরাইয়া তারা, কলসুমা আক্তার শিফা, সুমাইয়া আক্তার মুন্নি ও এমি আক্তার। -প্রেস বিজ্ঞপ্তি