Search
Close this search box.

রোহিতকে ছাড়া ভারতকে খেলতে হচ্ছে টেস্ট

খেলতে হচ্ছে টেস্ট
Facebook
Twitter
WhatsApp

রোহিতকে ছাড়া ভারতকে খেলতে হচ্ছে টেস্ট, দ্বিতীয় ওয়ানডে শেষে আঙুলের চোট নিয়ে মুম্বাইয়ে ফিরেছেন রোহিত শর্মা। চোটের কারনে টেস্টের আগে দলে যোগ দেওয়ার সুযোগ নেই তার। তবে চোটের পরিস্থিতি বিবেচনায় ভারতীয় দলও অধিনায়ককে প্রথম টেস্টে বিশ্রাম দিয়েছে। চট্টগ্রামে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

বিসিসিআই বাংলাদেশ সফরে ‘এ’ দলের হয়ে সেঞ্চুরি করা অভিমন্যু ঈশ্বরানকে রোহিতের জায়গায় নিয়েছিল। রোহিত ঢাকায় দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা তা পরে পর্যবেক্ষণ করবে চিকিৎসা বিভাগ।

এর আগে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি ও অলরাউন্ডার রবীন্দ্র জাডজা। তাদের কোনো টেষ্ট খেলায় অংশ নেওয়ার সম্ভাবনা নেই। শামির স্থলাভিষিক্ত নভদীপ সাইনি, যিনি বাংলাদেশ সফর এ দলের প্রতিনিধিত্ব করবেন। ভারত জাদেজার পরিবর্তে সৌরভ কুমারকে নিয়েছিল, যিনি বাংলাদেশ এ’র বিপক্ষে অসাধারণ ছিলেন। এর আগে গুজরাটের বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটও দলে যোগ দেন

আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে

ভারতের পরিবর্তিত টেস্ট স্কোয়াড: লোকেশ রাহুল (ভারপ্রাপ্ত অধিনায়ক), শুভমান গিল, চেতশ্বর পূজারা (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ত, কেএস ভরত, রবীচন্দ্রন অশ্বিন, আকসার প্যাটেল, কুলদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরণ, নবদিপ সাইনি, সৌরভ কুমার, জয়দেব উনাদকাট।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত