বিশ্বনাথনিউজ২৪:: আবারও বিপাকে পড়েন বলিউড বাদশা শাহরুখ খান। এবার শাহরুখ খানকে মুম্বাই বিমানবন্দরে আটক করে কাস্টমস কর্মকর্তারা।
অভিযোগ, শাহরুখ খান ও তাঁর দলের কাছে অনেক দামি ঘড়ি রয়েছে। দুবাই থেকে ফেরার পথে শাহরুখ খানকে মুম্বাই বিমানবন্দরে আটক এর ঘটনা ঘটে।
দুবাই থেকে প্রাইভেট জেটে করে মুম্বাই আসেন শাহরুখ। সে সময় শাহরুখ খান ও তার ম্যানেজারকে বিমানবন্দরে আটকের পর ছেড়ে দেওয়া হয়। তবে শাহরুখ খানের দেহরক্ষী ও দলের অন্য সদস্যদের আটক করা হয়।
পরবর্তী দলের সকল সদস্যকে সারা রাত আটক রেখে সকালে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
অভিযোগের ভিত্তিতে শাহরুখ ও তার দলের ব্যাগে বেশ কিছু দামি ঘড়ির কেসও পাওয়া গেছে। কর্মকর্তারা তাদের কাছ থেকে মোট ১৭ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার শুল্ক আদায় করেছেন।