বিশ্বনাথ পৌরসভার ৫নং ওয়ার্ডসহ পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মতিউর রহমান সুমন। তিনি পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দিয়েছিলেন। কিন্ত প্রার্থীতা বাচাইকালে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ফলে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে বাধ্য হন তিনি।
মতিউর রহমান সুমন বলেন, আমি আমার ওয়ার্ডবাসীর আহŸানে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। মনোনয়ন বাতিলের পর আইনি লড়াইয়েও আমি প্রার্থীতা ফিরে পাইনি। তাই নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে বাধ্য হয়েছি। আমি আমার ওয়ার্ডের সকল জনসাধারণসহ পৌরবাসীর প্রতিকৃতজ্ঞ। আমাকে যারা প্রার্থী হতে উৎসাহ দিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগীতা করেছেন আমি তাদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশাকরি অতীতের ন্যায় ভবিষ্যতেও সকলে আমার পাশে থাকবেন। আমিও মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাবো। আশাকরি ভোটের মাধ্যমে সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থী নির্বাচিত হবেন। যারা বিশ্বনাথ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করতে কাজ করবেন।-প্রেস বিজ্ঞপ্তি