জগ মার্কার জোয়ার সৃষ্টি হয়েছে : মুহিবুর রহমান

Ayas-ali-Advertise
জগ মার্কার জোয়ার সৃষ্টি হয়েছে : মুহিবুর রহমান
জগ মার্কার জোয়ার সৃষ্টি হয়েছে : মুহিবুর রহমান
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান বলেছেন, ‘জগ’ মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর তা দেখে একটি মহল দিশেহারা হয়ে পড়েছে। ইনশাআল্লাহ যতই ষড়যন্ত্র করা হউক না কেন জগ আমার বিজয় ঠেকানো যাবে না। তিনি বলেন, আমি ১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত যেভাবে বিশ্বনাথের উন্নয়ন করেছি, এবারও নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে বিশ্বনাথ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করতে কাজ করবো। আমার অহংকার নেই কিন্তুু আমার জিদ আছে। আর জিদ হলো কোনো দালাল বাটপারের কথায় আমি কোনো সময় পিছ পা হবো না। আপনারা থাকবেন আমার পিছনে আর আমি থাকবো সব সময় আপনাদের সামনে।

তিনি ২৫ অক্টোবর মঙ্গলবার রাতে রামধানা গ্রামবাসীর উদ্যোগে জগ মার্কার সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যুক্তরাজ্য প্রবাসী সাইদুল আলীর সভাপতিত্বে ও সংগঠক শাকিল আহমদের সঞ্চয়ালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন পৗদনাপুর গ্রামের মুরব্বি মতছির আলী, কামালপুর গ্রামের মুরব্বি আছাব আলী, রামধানা গ্রামের মুরব্বি নুর রহমান, মখলিছ আলী ও জানু মিয়া।

উঠান বৈঠকে স্থানীয় ওয়ার্ডের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪