বিশ্বনাথনিউজ২৪::: বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
তবে কখন তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তা স্পষ্ট নয়। অসুস্থতার কারণে তিনি বর্তমানে বাড়িতে রয়েছেন। অসুস্থতার কারণে শুটিং বন্ধ রাখতে হয়েছে সালমানকে।
সালমান খানের ঘনিষ্ঠ সূত্র বলছে, তিনি ভালো আছেন। দ্রুত সেরে ও বিশ্রামের পর কাজে ফিরবেন সালমান।
এমনকি ‘বিগ বস’ মঞ্চ থেকেও কয়েকদিনের ছুটি নিতে হয়েছে তাকে। গত শুক্রবার, দর্শকরা পরিচালনার চেয়ারে পরিচালক করণ জোহরকে দেখেছেন।
প্রশ্ন উঠেছে তবে কি সালমান খানের অসুস্থতার জন্যই এমন ঘটেছে? আসলে তা না. এই শনিবার দর্শকরা আবারও সালমানকে পরিচালকের আসনে দেখতে পাবেন। কারণ, সালমান ইতিমধ্যে বেশ কয়েকটি পর্বের শুটিং শেষ করেছেন।