সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন রুবেল (৩২) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের অধিবাসী হলেও সিলাম মোহাম্মদপুর এলাকায় লজিং থাকতেন বলে জানা গেছে।।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার।
তিনি জানান, ওই মোটরসাইকেলে তিন আরোহী ছিলেন। একটি বাস সেটাকে চাপা দিলে তিনজনই আহত হন।
তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।