বিশ্বনাথনিউজ২৪ :: পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীগাঁও গ্রামে বন্যার্ত ৬০টি পরিবারকে প্রবাসীদের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার (৯ জুলাই) সকালে বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির কার্যালয়ে বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন, বাহরাইন ও বাংলাদেশ সাংবাদিক ফোরাম, বাহরাইনের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে পরিবার প্রতি নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।
বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনোহর আলীর সভাপতিত্বে ও গ্রাম ডাক্তার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. হুসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।