বিশ্বনাথ নিউজ ২৪::: ব্যক্তি জীবনের ঝামেলা কাটিয়ে কাজে ফিরলেন চিত্রনায়িকা মৌসুমী। নির্মিতব্য ‘সোনার চর’ সিনেমার ডাবিংয়ের মাধ্যমে দীর্ঘদিনের বিরতি ভাঙলেন তিনি। এই সিনেমায় একসঙ্গে অভিনয় করলেন ওমর সানি, মৌসুমী ও জায়েদ খান। ছবির পরিচালক জাহিদ হোসেন। কাজে ফিরে গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘অনেকদিন পর কাজে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। ‘সোনার চর’ একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা। দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবাই পছন্দ করবে। ১৯৭৫ সালের পরবর্তী সময়ের কাহিনি নিয়ে ছবির গল্প এগিয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী।
বিজ্ঞাপন
বাস্তবের মতো সিনেমাতেও স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি। লাঠিয়ালের ভূমিকায় দেখা যাবে তাকে। অন্যদিকে জায়েদ খান অভিনয় করেছেন মুক্তিযোদ্ধার চরিত্রে। ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয় ২০২১ সালের সেপ্টেম্বরে। ছবির বেশিরভাগ অংশের কাজ শেষ।