Search
Close this search box.

মাদক মামলায় শাহরুখপুত্র আরিয়ান নির্দোষ

Facebook
Twitter
WhatsApp

যতেষ্ট প্রমাণের অভাবে শাহরুখপুত্র আরিয়ান খানকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) শুক্রবার আদালতে পেশ করা চার্জশিট থেকে আরিয়ানের নাম বাদ দেয়।

ইন্ডিয়া টুডের খবর সংস্থাটি অভিযোগপত্র প্রকাশ করে জানিয়েছে, আরিয়ান খানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। আরিয়ানসহ ছয় জনকে নির্দোষ বলা হয়ছে ছয় হাজার পাতার চার্জশিটে।

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর বলিউডের সুপারস্টার শাহরুখের ছেলেকে মুম্বাইয়ের কাছে আরব সাগরে একটি প্রমোদতরি থেকে মাদক গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করে এনসিবি। তাঁকে গ্রেপ্তারে গোটা দেশে হইচই পড়ে যায়। মহারাষ্ট্র সরকারের একাধিক মন্ত্রী এর পেছনে রাজনীতির গন্ধও খুঁজে পান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪