বিশ্বনাথসহ বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. কদর উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আলী বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ।
নেতৃবৃন্দ সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন। -বিজ্ঞপ্তি