বিশ্বনাথনিউজ২৪ :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ ও ওসমানীনগরসহ সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ।
এক শুভেচ্ছা বার্তায় শফিকুর রহমান চৌধুরী বলেন, খুশির বার্তা নিয়ে ঈদ আমাদের মাঝে সমাগত। সমাজের সকল ভেদাভেদ দূর করে নির্মল আনন্দ দিতে ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। বাঙালির প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে।
তিনি আরও বলেন, শুধু ঈদের দিনই নয়, এই বন্ধন জাগ্রত হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে। আমাদের দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন এই অগ্রযাত্রায় সকলকে সহযাত্রী হতে হবে।
শুভেচ্ছা বার্তায় তিনি দেশ-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের সুখ, শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি কামনা করেন।