নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ‘শেখ মো. তাহির উল্লাহ ট্রাস্ট’র উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে এলাকার প্রায় সাড়ে ৮ শতাধিক অসহায়-গরীব-দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী (যাকাত) বিতরণ করা হয়েছে। রোববার সকালে পৌর শহরের মুফতিরগাঁও গ্রামের শেখ বাড়িতে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শফিকু চৌধুরী বলেন, ধনীদের সম্পদে গরীবের অধিকার রয়েছে। আল্লাহ সম্পদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। আর সেই পরীক্ষায় পাস করতে হলে অসহায়-গরীব মানুষদেরকে সহযোগীতা করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি শেখ মো. তাহির উল্লাহর মতো প্রত্যেক এলাকার বৃত্তবানরা সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে, পবিত্র রমজান মাসে গরীব মানুষদেরকে দূর্ভোগ পোহাতে হবে না।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্যের নিউপোর্ট আওয়ামী লীগের সভাপতি শেখ মো. তাহির উল্লাহ’র প্রতিষ্ঠিত ‘শেখ মো. তাহির উল্লাহ ট্রাস্ট’র বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিলেন চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, ছানা।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা শেখ মো. তাহির উল্লাহর ছোট ভাই শেখ আমির আলীর সভাপতিত্বে ও সাংবাদিক-কবি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক হাজী আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শেখ শাহীন ও সভাশেষে দোয়া পরিচালনা করেন মুফতিরগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নব-গঠিত কমিটির সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বুলবুল, যুগ্ম সম্পাদক ছায়াদ মিয়া, আওয়ামী লীগ নেতা আনহার মিয়া, জেলা যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম কবির, শিক্ষানুরাগী আতাউর রহমান শামীম, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, সংগঠক শেখ শিপন, শেখ ইমন, শেখ বেলাল, শেখ তানভির, শেখ তারেক, শেখ রাজিব, শেখ সজিব, শেখ ফরিদ মিয়া, শেখ ইরন মিয়া, মামুন মিয়া, বাবুল মিয়া, আল-আমিন, লিটন মিয়া, আফছান, রুহুল আমিন, রাহি আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।